• ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

admin
প্রকাশিত অক্টোবর ১৭, ২০১৮

কমলগঞ্জ প্রতিনিধিঃ পরিষ্কার হাত সুস্বাস্থ্যের একটি কৌশল এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

সোমবার (১৫ অক্টোবর) বিকাল ৩টায় আন্তর্জাতিক বেসরকারি সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। র‌্যালী শেষে আদমপুরস্থ গুড নেইবারসের কার্যালয়ে ব্যবস্থাপক রিমো রনি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুুন্না সিনহা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ। একে বাংলা স্কুলের শিক্ষক সুরচন্দ্র সিংহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিডিপি মেডিকেল অফিসার ডাঃ শ্রীনিবাস দেবনাথ, হেলথ অফিসার মোঃ রিপন মিয়া প্রমুখ।

বক্তরা হাত ধোয়ার উদ্দেশ্য ও কৌশল সম্পর্কে  আলোচনা করেন।