• ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সাজ্জাদুর রহমান ফাউন্ডেশন এর আয়োজনে মৌলভীবাজারে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

admin
প্রকাশিত অক্টোবর ৩০, ২০১৮

মৌলভীবাজারে সাবেক পৌর চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব সাজ্জাদুর রহমান এর ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাজ্জাদুর রহমান ফাউন্ডেশন এর আয়োজনে সাধারণ, দরিদ্র ও অসহায় মানুষের জন্য দ্বিতীয় বারের মত বিনা মূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

৩০ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মৌলভীবাজার শহরের পৌর এলাকার ধরকাপন নিজ বাড়িতে আলহাজ্ব সাজ্জাদুর রহমানের স্ত্রী রজবুননেছা বেগম এই ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মৌলভীবাজার বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের সহযোগীতায় দিনব্যাপী অনুষ্টিত ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী-পুরুশ, শিশু, বৃদ্ধাসহ প্রায় ৫ হাজার মানুষ সেবা গ্রহন করে। এতে ফাউন্ডেশনের পক্ষ থেকে আগত সেবা প্রার্থীদের বিনা মূল্যে চক্ষু চিকিৎসা, ঔষধ, চশমা, চোখে ল্যান্স সংযোজন এবং পরবর্তিতে বি.এন.এস.বি চক্ষু হাসপাতালে নিয়ে চোখে অপারেশনের ব্যবস্থা করা হয়।