• ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

মতিউর রহমান এর মৃত্যুতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের শোক প্রকাশ

admin
প্রকাশিত জানুয়ারি ১১, ২০১৯
মতিউর রহমান এর মৃত্যুতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের  শোক প্রকাশ

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মতিউর রহমার এর অকাল মৃত্যুতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করছে। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মশাহিদ আহমদসহ সকল সদস্যবৃন্দ ও উপদেষ্টাবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মহান আল্লাহর নিকট তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেছেন।

মতিউর রহমান ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ জানুয়ারী সোমবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এবং গত ৮ জানুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার একাটুনা ইউনিয়নের দিশালোক প্রাথমিক বিদ্যালয়ে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তার নিজ বাড়ি কুলাউড়া উপজেলার ভুকশিমইল এলাকায় বাদ আসর দ্বিতীয় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যকালে তিনি স্ত্রী, ৩ছেলে, ১মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।