• ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারে সিদ্দিক অপহরণ মামলায় ৭ জন আটক

admin
প্রকাশিত মার্চ ৩০, ২০১৯
বিয়ানীবাজারে  সিদ্দিক অপহরণ মামলায় ৭ জন আটক

বিশেষ প্রতিনিধি: সিলেট বিয়ানীবাজারে সিদ্দিক অপহরণ মামলায় জড়িত থাকার সন্দেহে ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ । উপজেলার মাথিউরা ইউনিয়নের পুরুষপাল গ্রামের সিরাজুল হক চুনু মিয়ার ছেলে আবু বক্কর সিদ্দিক অপরহরণ ঘটনার সাথে তারা জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, গত বুধবার রাতে আবু বক্কর সিদ্দিক নামীয় এক যুবককে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা ভিকটিমের পরিবারের কাছে দুইলাখ টাকা মুক্তিপণ দাবী করে। এ ঘটনায় অপহৃতের ভাই মকবুল হোসেন রুমেল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে অপহরণকারী চক্রকে গ্রেফতারে তৎপর হয়ে ওঠে। একপর্যায়ে এ চক্রের সবাইকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এ ঘটনায় আটককৃতরা হল বড়লেখা উপজেলার চান্দগ্রামের মৃত ফরমুজ আলীর ছেলে মো; জাহাঙ্গির আলম (২০), মৃত মস্তফা উদ্দিনের ছেলে কেফায়েত উল্লাহ (১৯), বর্ণির মৃত এনাম উদ্দিনের ছেলে নাহিদ আহমদ (১৯), বিয়ানীবাজারের জলঢুপের আব্দুল লতিফের ছেলে জুম্মান আহমদ (১৮), পূর্ব খাসার আব্দুল আহাদের ছেলে দেলোয়ার হোসেন (১৯), খাসাড়িপাড়ার আব্দুন নূরের ছেলে রাসেল আহমদ (২০) ও দুধবকসীর তাজুল ইসলামের ছেলে নুরুল আলম (২২)।

বিয়ানীবাজার থানার ওসি অবণী শংকর কর বলেন, অপরাধের সাথে যুক্ত কাউকে পুলিশ ছেড়ে দেবে না, ছেড়ে দেয়ার কোন প্রশ্নই আসে না। অপরাধী যেই হোক সে পার পাবে না।