• ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজার টেকনিক্যাল কলেজে “স্পন্দন” এর রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত

admin
প্রকাশিত এপ্রিল ১২, ২০১৯
মৌলভীবাজার টেকনিক্যাল কলেজে “স্পন্দন” এর রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত

কাইয়ুম সুলতান : গত ৮এপ্রিল মৌলভীবাজার টেকনিক্যাল কলেজে “স্পন্দন” এর রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয় । কলেজের বাংলা বিভাগের সহকারী শিক্ষক রানু কুমার তালুকদার এর সভাপতিত্বে ও স্পন্দন মৌলভীবাজার টেকনিক্যাল কলেজের সভাপতি মোহাম্মদ ফয়েজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ও মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক ভিপি জনাব আব্দুল মালিক তরফদার শোয়েব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ পাবলিক লাইব্রেরীর সম্পাদক ও দৈনিক ইত্তেফাক এর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব , সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সহ সভাপতি এম মুহিবুর রহমান মুহিব ,সাপ্তাহিক দেশপক্ষের বার্তা সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ এর প্রতিনিধি বেলাল তালুকদার , স্পন্দন এর সভাপতি ইহাম মোজাহিদ , সহ সভাপতি ওয়াসিম আহমদ নিশান , আশিক আহমদ , স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজের সভাপতি এস এম বশির আহমদ ।

এছাড়াও উপস্থিত ছিলেন তানভীর কায়সার ,মোহাম্মদ জাকির হোসেন ,সালেহ আহমদ তায়েফ, মহিউদ্দিন আহমদ , রবিউল আওয়াল সাগর , রবিউল ইসলাম , ওয়াহিদ হাবিব , শাহান উর রহমান , রুবেল আহমদ , জাহাঙ্গীর আলম , তমাল , সুজন প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয় ও কার্ড প্রদান করা হয়।