• ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাসদ (মার্কসবাদী) মৌলভীবাজার জেলা শাখার শ্রদ্ধাঞ্জলী অর্পণ

admin
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০১৯
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাসদ (মার্কসবাদী) মৌলভীবাজার জেলা শাখার শ্রদ্ধাঞ্জলী অর্পণ

হুমায়ূন রহমান বাপ্পী : সোমবার মহান বিজয় দিবসের ৪৯ তম বার্ষিকীতে বাসদ (মার্কসবাদী) মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয় । সকাল ৭.০০ ঘটিকায় ডিসি অফিসের সামনে থেকে মিছিল সহকারে জেলা কেন্দ্রীয় শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন শেষে তাৎক্ষণিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুস্পস্তবক অর্পন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) মৌলভীবাজার জেলা শাখার সংগঠক সুদীপ্ত চক্রবর্তী, হুমায়ূন রহমান বাপ্পী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সংগঠক রাকেশ রুদ্র পাল, মৌলভীবাজার সরকারী কলেজ শাখার সংগঠক তোফায়েল আহমেদ ফাহিম প্রমূখ। বক্তারা বলেন, “স্বাধীনতার ৪৯ বছর পরেও দেশের জনগন আজ বন্দি দশায় দিনাতিপাত করছেন। একদিকে শোষন, লুন্ঠন এবং আরেকদিকে গুম, খুন, ধর্ষণের ভয়াবহতায় মানুষ দিশাহীন। এমন পরিস্থিতিতে সমাজ বদলের সংগ্রামে যুক্ত থেকে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই”।