• ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইভিএম এ জাল ভোট দেওয়ার সুযোগ নেই-নেছার আহমদ এমপি

admin
প্রকাশিত মার্চ ২, ২০২০
ইভিএম এ জাল ভোট দেওয়ার সুযোগ নেই-নেছার আহমদ এমপি

এস.এম.সাব্বির আলম: ইভিএম এর মাধ্যমে ভোট হলে জাল ভোট দেওয়ার সুযোগ নেই। আঙ্গুলের চাপে ভোটার সনাক্ত করা যায়, এখানে কারচুপি করার কোন সুযোগ নেই। ২রা মার্চ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেনের সঞ্চালনায় জাতীয় ভোটার দিবস উপলক্ষ্েয আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

তিনি আরো বলেন, আগে এক ব্যক্তি ২-৩ এলাকার ভোটার হতে পারতো, জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ এর আওতায় ভোটার আইডি কার্ড করার মাধ্যমে তা বন্ধ করা হয়েছে। বিএনপি সরকার প্রায় ১কোটি ভুয়া ভোটার তৈরী করেছিল, তা এখন নিশ্চিহ্ন হয়ে গেছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, ভোটার হওয়ার ব্যাপারে জনগনকে সচেতন হতে হবে। আঠারো বছর হওয়ার পর নিজ উদ্যোগে যেন ভোটার হতে পারে সে ব্যাপারে আগ্রহ তৈরী করতে হবে। এছাড়া বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সরওয়ার আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষকবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা সভার পূর্বে জেলা নির্বাচন অফিসের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।