• ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান

admin
প্রকাশিত মার্চ ৪, ২০২০
মৌলভীবাজার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান

এস.এম. সাব্বির আলম: মৌলভীবাজার অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত পিংকী সু ষ্টোরের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২ লক্ষ টাকার অর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। ৪ঠা মার্চ (বুধবার) সকালে মৌলভীবাজার পৌসভার কনফারেন্স রুমে পিংকী ষ্টোরের পরিবারের প্রণয় চদ্রু দাস মনা ও পিংকী দাসের হাতে এই চেক তুলেেদেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজমল হোসেন, পৌর মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা আওয়মীগীগের সভাপতি আকরব আলী, সদর আওয়মীগীগের সাধারণ সম্পাদক সুয়েব আহমদ প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর আওয়ামীলীগের তৃণমূল সদস্যরা।
উল্লেখ্য, গত ২৮শে জানুয়ারি মৌলভীবাজারে জুতার দোকানে মর্মান্তিক আগ্নিকান্ডে শিশুসহ একই পরিবারের পাঁচ জন নিহত হন।