• ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

*মৌলভীবাজার জাতীয় উদ্যান লাউয়া ছড়ার পাশের বনে আগুন*

admin
প্রকাশিত মার্চ ১৮, ২০২০

এম ইউ আহমেদ সুমনঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা হীড বাংলাদেশ এরিয়া স্বাস্থ্য মন্ত্রনালয় জায়গায় পাহাড়ে আগুন লেগেছে। এটি বাংলাদেশ এর একমাত্র রেইন ফরেস্ট এবং অন্যতম প্রধান জাতীয় উদ্যান লাউয়া ছড়া নিকটবর্তী বনে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে উল্টো দমকল বাহিনী।

পাহাড়ের বিতরের আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর গাড়ি ব্যবহার করতে পারছে না। পাহাড়ে চারদিকে আগুন ছড়িয়ে পড়ছে৷ আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় কমলগঞ্জ প্রেসক্লাবে দুই জন সংবাদ কর্মী সামাজিক যোগাযোগ ফেসবুকে বনে ছড়িয়ে পড়া আগুনের ভিডিও ধারণ করেন। পরে দমকল বাহিনী এসে আগুন নিমন্ত্রণে চেষ্টা চালালেও এই সংবাদ লেখা শেষ পযন্ত আগুন নিমন্ত্রণে সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, ১৪ জুন ১৯৯৭ সালের এদিন মধ্যরাতে মৌলভীবাজারের কমলগঞ্জ মাগুরছড়া গ্যাস কুপে বিস্ফোরণে মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে নিমিষেই পুড়ে ছাই হয়ে যায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের গাছপালা জীবজন্তুসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা। বিস্ফোরণে চা বাগান, বনাঞ্চল, বিদ্যুৎলাইন, রেলপথ, গ্যাস পাইপলাইন, গ্যাসকূপ, মৌলভীবাজার স্ট্রাক্চার, গ্যাস রিজার্ভ, পরিবেশ, প্রতিবেশ, ভূমিস্থ পানি সম্পদ, রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়।

বিস্ফোরিত আগুনের তেজস্ক্রিয়তায় গলে যায় রেলপথ, জ্বলে ছারখার হয়ে যায় কোটি কোটি টাকার বনজ সম্পদ। মারা যায় হাজার হাজার বন্যপ্রাণী ও পাখী। বিস্ফোরণে পুড়ে যায় ভূ-গর্ভস্থ উত্তোলনযোগ্য ২৪৫.৮৬ বিসিএফ গ্যাস।