• ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে বিদ্যালয়ে সবজি’র বীজ বিতরণ।

admin
প্রকাশিত অক্টোবর ১, ২০২০
মৌলভীবাজারে বিদ্যালয়ে সবজি’র বীজ বিতরণ।
মৌলভীবাজার প্রতিনিধি :  মৌলভীবাজারে সবজির চাষে ছাত্র- ছাত্রীদেরকে উৎসাহিত করতে ২৫ টি প্রাথমিক ও ২৫ টি মাধ্যমিক বিদ্যালয়ে সবজির বীজ বিতরণ করা হয়। ৩০ শে সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসন মৌলভীবাজার এর সম্মেলনে কক্ষে জেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশীদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার এর উপ-পরিচালক কাজী লুতফুল বারী। জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ আব্দুল ওয়াদুদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান। এছাড়া প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।