• ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জিলকদ, ১৪৪৫ হিজরি

বড়লেখা পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন বিপুল ব্যবধানে বিজয়ী নৌকার মাঝি কামরান

admin
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২০
বড়লেখা পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন বিপুল ব্যবধানে বিজয়ী নৌকার মাঝি কামরান

এহসান আহমেদ, বড়লেখা: মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী (নৌকা) প্রতীক নিয়ে ৫৯৮৮টি ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম (মোবাইল ফোন) প্রতীকে ভোট পেয়েছেন ৩০৮১টি, বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম (ধানের শীষ) প্রতীকে ভোট পেয়েছেন ৫৯৪টি।
মৌলভীবাজার জেলায় এই প্রথমবারে মতো বড়লেখা পৌরসভায় ২৮ ডিসেম্বর সোমবার সকাল ৮টা থেকে দশটি কেন্দ্রের সবকটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহন হয়েছে। এ নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও নারী কাউন্সিলর মিলে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
শীতের কারণে ভোট গ্রহনের শুরুতে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে।
বড়লেখা পৌরসভায় মেয়র পদে লড়ছেন ৩ জন প্রার্থী। আওয়ামীলীগ প্রার্থী বর্তমান মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী (নৌকা) ভোট প্রদান করেছেন বড়লেখা পি.সি সরকারি উচ্চ বিদ্যালয়ে। অপর দিকে গাজী টেকা সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম (মোবাইল ফোন) ভোট প্রদান করেন।