• ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সুন্দরবনে অবৈধভাবে ইলিশ মাছ ধরার অভিযোগে ট্রলার সহ ৪৪ জেলে আটক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২১
সুন্দরবনে অবৈধভাবে ইলিশ মাছ ধরার অভিযোগে ট্রলার সহ ৪৪ জেলে আটক

মাসুম বিল্লাহ : সুন্দরবনের দুবলা এলাকার সাগরসহ নদ-নদীতে অবৈধভাবে ইলিশ মাছ ধরার অভিযোগে চারটি ট্রলার সহ ৪৪ জেলেকে আটক করেছে বন বিভাগ। ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় সুন্দরবন বিভাগের বিশেষ বাহিনীর দলনেতা মোঃ সিদ্দিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরের দুবলা ও মেহের আলীর চর এলাকায় অভিযান চালিয়ে ইলিশ মাছ ধরার ট্রলারসহ জেলেদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইলিশ ধরার জাল উদ্ধার করা হয়। এসময় তাদের কাছে কোন বৈধ কাগজপত্র (পাশ পারমিট) না থাকায় ট্রলার ও জেলেদেরকে দুবলা ফরেস্ট অফিস কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মোঃ সামসুল আরেফিন জানান, দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়াই সরকারের রাজস্ব ফাকি দিয়ে সাগরসহ সুন্দরবনের নদ-নদীতে চুরি করে মাছ ধরে আসছিলো। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরের দুবলা ও মেহের আলীর চর এলাকায় অভিযান চালিয়ে মায়ের দোয়া, মামা-ভাগ্নে, এম ভি তাহিরা-১ ও মালিক মোশারেফ হোসেনের একটি সহ মোট চারটি ট্রলার আটক করেন। এ সময় ট্রলারে থাকা ৪৪ জন জেলেকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।