• ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানকে আদালত স্বীকৃতির জন্য পুরুস্কার প্রদান

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৩
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানকে আদালত স্বীকৃতির জন্য পুরুস্কার প্রদান

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর- সমূহে কর্মরত বিচারকদের মধ্যে ২০২২ সনে সর্বোচ্চ মামলা নিষ্পত্তির জন্য, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান কে ও আদালতের কার্যক্রমের সার্বিক অবদানের স্বীকৃতির জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান কে পুরুস্কার প্রদান করা হয়। ৮ জানুয়ারি (রোববার) সংশ্লিষ্টদের হাতে পুরুস্কার তুলে দেন জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও সাধারণ জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহ বিচারপ্রার্থী জনগণকে উত্তম সেবা প্রদানের মাধ্যমে দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি করার লক্ষ্যে কাজ করার আহবান জানান।