• ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজার পৌর ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হবে

admin
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৩
মৌলভীবাজার পৌর ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হবে

নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজারে প্রতি বছরের ন্যায় এবারও হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রঃ) পৌর ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাত সকাল সাড়ে ৬ টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭ টায় ও তৃতীয় জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে।

পৌর মেয়র মোঃ ফজলুর রহমান জানান, গত ১৩ এপ্রিল ঈদগাহ কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী সৈয়দ শাহ্ মোস্তফা (রঃ) পৌর ঈদগাহ মাঠে পৌরসভার তত্বাবধানে ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৬ টায় প্রথম জামাতে ইমামতি করিবেন মৌলভীবাজার টাউন দেওয়ানী জামে মসজিদ এর পেশ ইমাম মাওলানা মুফতি সৈয়দ মুহিত উদ্দীন। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন দরগাহ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মির্জা শামীম আহমদ।

সকাল সাড়ে ৭ টায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন পশ্চিমবাজার জামে মসজিদের খতিব মাওলানা মুহিবুর রহমান। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন পূর্ব ধরকাপন জামে মসজিদের ইমাম মাওলানা আসাদ আহমদ চৌধুরী।

সকাল সাড়ে ৮ টায় তৃতীয় জামাতে ইমামতি করিবেন দারুল উলুম জামে মসজিদের খতিব মাওলানা মুজাহিদুল ইসলাম। সানী ইমাম হিসাবে সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন পশ্চিম ধরকাপন জামে মসজিদের (মসজিদে আয়শা) খতিব মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ।