• ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই জিলকদ, ১৪৪৫ হিজরি

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোল, জরিমানা ৫০ হাজার

admin
প্রকাশিত জুলাই ১১, ২০২৩
শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোল, জরিমানা ৫০ হাজার

শ্রীমঙ্গল প্রতিনিধি:: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

৯ জুলাই (রোববার) রাতে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের শাহজাহানপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ইয়াসিন মিয়া নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক ইয়াসিন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম।