নিজস্ব প্রতিনিধি,মৌলভীবাজার: অগ্রণী ব্যাংক পিএলসি-মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থপক মোঃ আব্দুল লতিফ এর তত্বাবধানে, মৌলভীবাজার আঞ্চলিক অফিসে ম্যানি অ্যান্ড ব্যাংকিং ডাটা রিপোর্টিং (SBS-2 ও SBS-3) বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর ২০২৫ ইং) অনুষ্ঠিত প্রশিক্ষণে মোট ৭০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
এর আগে শুক্রবার, ২১ নভেম্বর প্রশিক্ষণের প্রথম দিনে ইন্টিগ্রেটেড সুপারভিশন সিস্টেম (ISS) বিষয়ে বিস্তৃত প্রশিক্ষণ আয়োজন করা হয়।
উক্ত কর্মশালার উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক পিএলসি,সিলেট সার্কেলের মহাব্যবস্থাপক শিরিন আক্তার, অগ্রণী ব্যাংক পিএলসি, উপ-মহাব্যবস্থাপক শাহিনুর বেগম|
ব্যাংকিং তথ্য ব্যবস্থাপনা ও ডাটা রিপোর্টিং আরও আধুনিক ও নির্ভুল করার উদ্দেশ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মকর্তারা জানান, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করতে এমন প্রশিক্ষণ ভবিষ্যতে আরও জোরদার করা হবে।