• ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫
আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি

নিজস্ব প্রতিনিধি : দেশ নেত্রী ও আপোষহীন নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ ৩০ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার) ভোর ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। এক শোকবার্তায় জেলা বিএনপি জানায়, দেশপ্রেম, সাহস ও ত্যাগের এক অনন্য প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া। আজীবন তিনি দেশের মাটি ও মানুষের প্রতি অবিচল ছিলেন।

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মৌলভীবাজার জেলা বিএনপির শোক
শোকবার্তায় তাঁর একটি বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘এ দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই; এই দেশ, এই দেশের মাটি ও মানুষই আমার সবকিছু।’ এই বক্তব্যের মধ্য দিয়েই তাঁর দেশপ্রেম ও জনগণের প্রতি ভালোবাসার প্রতিফলন ঘটে।

মৌলভীবাজার জেলা বিএনপি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়, তিনি যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং এই অপূরণীয় শোক সইবার শক্তি তাঁর পরিবার ও দেশবাসীকে দান করেন।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব মোঃ আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়।