• ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

বড়লেখায় টেকাহালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৬
বড়লেখায় টেকাহালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

জুড়ী প্রতিনিধি,মাইকেল নংরুম:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার টেকাহালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় রঞ্জন দাসের ৩৩ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস ছিল বুধবার বিকেল চারটা পর্যন্ত। দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে অবসরগ্রহণ উপলক্ষ্যে কর্মদিবসের শেষ অপরাহ্নে তার সহকর্মীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ ও ম্যানেজিং কমিটি তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে।

বিদায় সংবর্ধনার অনুষ্ঠান শেষে রঙ-বেরঙের কাচা ফুলে প্রাইভেট কার সাজিয়ে গাড়িতে তোলে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তাকে বিদায় জানান অতিথিবৃন্দ, সহকর্মী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। এসময় স্কুল ক্যাম্পাসে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাফিজের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক প্রজিত রঞ্জন করের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম।

সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বিদায়ী প্রধান শিক্ষক প্রণয় রঞ্জন দাস। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির আহমদ। বিদায়ী প্রধান শিক্ষকের সম্মানে মানপত্র পাঠ করে দশম শ্রেণির ছাত্রী পলি বেগম।

বিশেষ অতিথির বক্তব্য দেন হাকালুকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহসভাপতি ও ঈদগাহবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দে, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারি প্রধান শিক্ষক অজয় চন্দ্র দাস, সোনাতোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা দাস, সমাজসেবক ও শিক্ষানুরাগী সাইফুল আলম রাসেল, অভিভাবক সদস্য জসীম উদ্দিন, সাবেক অভিভাবক সদস্য মুহিবুর রহমান ও সরফ উদ্দিন প্রমূখ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মাওলানা ফজলুর রহমান, শিক্ষার্থী মুহিদুর রহমান রাফি, মাহবুবা আক্তার, তাওহিদা জান্নাত প্রমূখ।