• ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

মেহেরপুরে জাতীয় নির্বাচন ও গণভোট ঘিরে ‘সুপার ক্যারাভান’ প্রদর্শনী।

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৬
মেহেরপুরে  জাতীয় নির্বাচন ও গণভোট  ঘিরে ‘সুপার ক্যারাভান’ প্রদর্শনী।

মামুনুর রশিদ,মেহেরপুর প্রতিনিধিঃ আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে ঘিরে ভোটের সতর্কতা ও জনসম্পৃক্ততা বাড়াতে মিরপুরের মুজিবনগরে অনুষ্ঠিত হয়েছে সুপার ক্যারাভান। ভোটের গাড়ির প্রদর্শনী।

গতকাল বিকেলে উপজেলার কেদারগঞ্জ বাজার প্রাঙ্গণে এই প্রদর্শনের উদ্বোধন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা । অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে নির্বাহী অফিসার সাইফুল হুদা বলেন প্রযুক্তির সহতায় ভোটের প্রক্রিয়া সাধারণ মানুষের কাছে আরও সহজবদ্ধ করে তোলা এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

তিনি বলেন আগামী দিনে প্রযুক্তি নির্ভর এই কার্যক্রম মুজিবনগর এর প্রতিটি ইউনিয়ন ও প্রত্যন্ত গ্রাম পর্যন্ত পৌঁছে দেয়া হবে । যাদের জনগণ ভোট প্রদানের প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা পায় এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। প্রদর্শনীকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক নেতাকর্মী স্থানীয় ব্যবসায়ী সহ সাধারণ মানুষের উপস্থিতিতে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবস্তু।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাক্তার আসাদুজ্জামান উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম আনসার ভিডিপি কর্মকর্তা জেসমিন সুলতানা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান মুজিবনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম থানা সেকেন্ড অফিসার গৌতম সরকার এবং মুজিবনগর এর প্রেসক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী।

এছাড়া প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুজিবনগর উপজেলা শাখা ও বাংলাদেশ জামাতে ইসলামী মুজিবনগর উপজেলা শাখার নেতাকর্মীরা। রাজনৈতিক দলগুলোর উপস্থিতিতে অনেকে ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন। প্রদর্শনীতে সুপার ক্যারাভেন ভোটের গাড়িতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি ভোট প্রদানের ধাপ নিরাপত্তা ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট প্রক্রিয়া নিয়ে উপস্থিতদের ধারণা দেওয়া হয়।

আয়োজকদের প্রত্যাশা এ ধরনের কার্যক্রমের ফলে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়বে বাড়বে আস্তা। সংশ্লীলতা মনে করেন জনগণের ভোট প্রযুক্ত প্রক্রিয়া তুলে ধরা হলে তারা যেমন সচেতন হবে তেমনি ভবিষ্যতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ইতিবাচক প্রভাব পড়বে।