• ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে মোটরসাইকেলসহ দুর্ধর্ষ বাইক চোরকে গ্রেপ্তার

admin
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৬
মৌলভীবাজারে মোটরসাইকেলসহ দুর্ধর্ষ বাইক চোরকে গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে চুরির সরঞ্জাম ও দুটি চোরাই মোটরসাইকেলসহ মিল্টন সরকার (৪৯) নামে এক দুর্ধর্ষ বাইক চোরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২৭টি মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এই তথ্য জানান।

পুলিশ জানায়, গত ২ জানুয়ারি মৌলভীবাজার সদর উপজেলার বড়হাট এলাকার ‘রাজা কমপ্লেক্স’-এর গ্যারেজ থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনায় সদর থানায় মামলা হয়। ডিবি পুলিশ সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।

মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগান এলাকা থেকে মিল্টন সরকারকে গ্রেপ্তার করা হয়। মিল্টন নরসিংদী জেলার পশ্চিম কান্দাপাড়া এলাকার মৃত হারাধন সরকারের ছেলে।
গ্রেপ্তার মিল্টনের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার সরকারবাজার এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মালামাল ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে- ১৫০ সিসি লাল-কালো রঙের ২টি মোটরসাইকেল, ২১টি মাস্টার কি (চুরির জন্য ব্যবহৃত চাবি), ৬টি হেলমেট ও ৫টি লুকিং গ্লাস, ১৫টি তালা, ৯টি স্ক্রু ড্রাইভার, ১টি বড় রেঞ্জ ও ১৫টি ঢাল। প্লায়ার্স, ওয়্যার কাটার, রেত এবং গাড়ির রং পরিবর্তনের জন্য রেইনবো স্প্রে পট।

পুলিশ সুপার জানান, মিল্টন একজন পেশাদার ও সংঘবদ্ধ চোর চক্রের অন্যতম মূল হোতা। সে দীর্ঘ দিন ধরে সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে আসছিল। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২৭টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, সদর সার্কেল আবুল খায়ের, সদর থানার ওসি সাইফুল ইসলাম এবং ডিবির ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্য উপস্থিত ছিলেন।