• ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

অগ্রণী ব্যাংকের মাধব রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৬
অগ্রণী ব্যাংকের মাধব রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: ১২ জানুয়ারী (সোমবার) সন্ধ্যায় অগ্রণী ব্যাংক পিএলসি, মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মাধব চন্দ্র রায় এর দীর্ঘদিন চাকুরী জীবনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্টানে অগ্রণী ব্যাংকের সহকারী মহা-ব্যবস্থাপক মোঃ আব্দুল বাছিত এর সভাপতিত্বে ও অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মোঃ নানু মিয়ার সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ আব্দুল লতিফ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের সহকারী মহা-ব্যবস্থাপক ও মৌলভীবাজার প্রধান শাখার ব্যবস্থাপক মোঃ দাউদ আলী। অগ্রণী ব্যাংকের সহকারী মহা-ব্যবস্থাপক মোঃ সামিনুর রহমান, মাধব রায় এর সহধর্মিনী অবসরপ্রপ্ত শিক্ষিকা রীতা রানী রায়।
সুজিত কুমার দেব এর স্বাগত বক্তব্যের মাধ্যমে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ লুৎফুল মজিদ জুয়েল, আশরাফুল আলম টিটু, মুন্সিবাজার শাখার ব্যবস্থাপক বিদুৎ চক্রবর্তী, শায়েস্তাগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ সলিম উল্যাহ রবির বাজার শাখার ব্যবস্থাপক প্রদীপ কান্ত দত্ত, সিন্দুর খাঁন বাজার শাখার ব্যবস্থাপক মোঃ আাবুল কাশেম, মোঃ এনামুল হক প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার অঞ্চলের সকল শাখার কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।