• ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

জুড়ীতে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৬
জুড়ীতে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা খাসি পুঞ্জিতে আন্তর্জাতিক সংস্থা ”কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ” পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প (বিডি-০৪৩০) এর উদ্যোগে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে প্রকল্প অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মশালায় প্রকল্পের চেয়ারম্যান সুইউং আমলেনরং এর সভাপতিত্বে ও শিশু সুরক্ষা বিষয়ক কর্মকর্তা (সিপিও) মাইকেল নংরুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন উপজেলা সমাজসেবা দপ্তরের শিশু সুরক্ষা সমাজকর্মী নেপুর চন্দ্র দাস।

প্রধান আলোচক নেপুর চন্দ্র দাস বলেন,
নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নারীরা পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। পাশাপাশি সহিংসতা, বাল্যবিবাহ ও সামাজিক কুসংস্কার দূর করতে সচেতনতা ও আইনের যথাযথ প্রয়োগ জরুরি।

এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা দপ্তরের ইউনিয়ন সমাজকর্মী বিদ্যুৎ কান্তি দাস, প্রকল্প ব্যবস্থাপক ডিকো সুরং, হিসাবরক্ষক রাজেন রুপসী, সমাজকর্মী বন্যা লংডঃ, শিশু উন্নয়ন কর্মী আবিদা নংরুম, তারিয়াং খংবঃ, ফায়েনসী পঃকেনটেং প্রমূখ।

কর্মশালায় দুই শতাধিক উপকারভোগীর অভিভাবকরা অংশ নেন।