• ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিলেটের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, মনুর পানিতে শহরের একাংশ প্লাবিত

admin
প্রকাশিত জুন ১৭, ২০১৮

ষ্টাফ রিপোর্টার: শনিবার দিবাগত রাত ২টার দিকে মৌলভীবাজার শহরতলীর বারইকোনা এলাকায় মনু বাঁধে ভাঙন দেখা দেয়। আর এরইমধ্যে দ্রুত গতিতে আশপাশে ছড়িয়ে পড়ে মনু নদীর পানি। দেশের কয়েকটি জায়গায় বন্যার পরিস্থিতির উন্নতি হলেও মনু নদের প্রতিরক্ষা বাঁধ ভেঙে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকা প্লাবিত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, শহরতলীর বড়হাট এলাকা প্লাবিত হয়ে শহরের দিকে গড়াচ্ছে পানি। বাঁধ ভাঙার দেড় ঘণ্টার ব্যবধানে পানি এসে ঠেকেছে শহরের কুসুমবাগ রহমান ফিলিং স্টেশন পর্যন্ত । পরবর্তিতে পশ্চিমবাজার সড়ক অবদিও পানি গড়ায় । যার ফলে হুমকির মুখে পড়েছে শহর। প্লাবিত হচ্ছে পৌরসভার বরহাট ছাড়াও দ্বারক, কুসুমবাগ, বড়কাপন ও মোস্তফাপুর ,যোগীডর এবং সদর উপজেলার হিলালপুর শেখেরগাঁওসহ আশপাশের কয়েকটি গ্রাম। এদিকে, ভাঙনকবলিত এলাকায় সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রশাসনের কর্মীরা পরিস্থিতি মোকাবেলা করতে তৎপর রয়েছেন। তবে এসবের মধ্যেও আতঙ্কে বাসিন্দারা এদিক ওদিক ছুটোছুটি করছেন মালামাল নিয়ে। এলাকাজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং সিলেটের সাথে সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন রয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন হাজারেরও বেশি মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ড- পাউবো বলছে মূল শহর প্লাবিত হওয়ার সম্ভাবনা কম।