• ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু

admin
প্রকাশিত জুন ১৮, ২০১৮

সুনামগঞ্জ কারাগারে বাবুল বিশ্বাস নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ মে) রাতে ওই কয়েদি বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান। পরে বৃহস্পতিবার (৩১ মে) দুপুরে কারা কর্তৃপক্ষ বিষয়টি জানান।

বাবুল দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের আনন্দ বিশ্বাসের ছেলে।

কারা সূত্রে জানা যায়, ২৮ মে মাদক মামলায় বাবুলকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। বুধবার রাতে তিনি বুকে ব্যথা অনুভব করলে বিষয়টি পুলিশের নজরে আসে। দ্রুত তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেল সুপার আবুল কালাম আজাদ  জানান, বাবুলের মৃত্যুর কারণ এখন বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।