• ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে রাজনগরে বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

admin
প্রকাশিত জুন ২৯, ২০১৮

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে জেলার রাজনগর উপজেলার কামারচাক বাজারে বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার হয়েছে। এই ক্যাম্পে কয়েক শ’ মানুষ সেবা গ্রহণ করেন।

মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় এ ক্যাম্প চলে গত ২৭ জুন সকাল থেকে বিকেল পর্যন্ত। ডা. বিনেন্দু ভৌমিক ডা. প্লাবণ সূত্রধর ও ডা. সায়মা মুজাহিদ লিজার নেতৃত্বে একদল স্বাস্থ সহকারি বন্যা পীড়িত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। পাশিাপাশি রোগীদের বিনামূল্যে ঔষধও দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাব  সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি আব্দুর রব, দৈনিক বর্তমান মৌলভীবাজার প্রতিনিধি এস এম মেহেদী হাসান,  কামারচাক ইউপি চেয়ারম্যান সেলিম আহমদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।