• ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

প্রবাসী কমিউনিটি লিডার আব্দুর রহিম (কাপ্তান মিয়া) র চেহলাম সমপন্ন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০১৮

নিজস্ব প্রতিনিধি ॥ যুক্তরাজ্যস্থ ওভাল টাউনের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মৌলভীবাজার সদর উপজেলার জগতসী (বড়বাড়ী) গ্রামের অধিবাসী মরহম আব্দুর রহিম (কাপ্তান মিয়া)র চেহলাম গত (৫ সেপ্টেম্বর) মরহমের নিজ বাড়ীতে সমপন্ন হয়। চেহলাম অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক,পেশাজীবি, নেতৃবৃন্দ, আত্বীয় স্বজন,স্থানীয় গন্যমান্য বৃক্তিবর্গ অংশ গ্রহন করেন। চেহলাম অনুষ্ঠানে কোরআন খতম,দোয়া মাহফিল কবরজিয়ারত ,ও শিরন্নী বিতরন করা হয়। মরহুম আব্দুর রহিম (কাপ্তান মিয়া) একজন দানশীল ব্যক্তি হিসেবে সমাজে বিশেষ পরিচিত। সদর উপজেলার গোপালকৃষ্ঞ্ সাইফুর রহমান স্কুল এন্ড কলেজের মসজিদ নির্মান শ্রীমঙ্গল উপজেলার কালাপুর মসজিদের উন্নয়ন কাজসহ দেশী বিদেশের মসজিদ,মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান করেন। উল্লেখ্য গত ২০ আগষ্ট আব্দুর রহিম কাপ্তান মিয়া (৮১) বাধ্যক্য রোগে আক্রান্ত হয়ে মুত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া …… রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাজার নামাজা মরহমের নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়। পরে জগতসী গ্রামের বড়বাড়ী তাঁর নিজের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রবীণ এই রাজনৈতিক ব্যাক্তির মৃত্যুতে জেলায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বড় ছেলে আব্দুল মুকিত লন্ডনের বিশিস্ট ব্যাবসায়ী সমাজসেবক ২য় ছেলে আব্দুল মিলাদ,৩য় ছেলে আব্দুল মুবিন,১ম কন্যা শাহিদা বেগম,ছোট কণ্যা শিপ্রা বেগম সকলই লন্ডন প্রবাসী। জানাযা,কুলখানি, চেহলাম অনুষ্ঠানে আত্বীয় স্বজন ,গুনগ্রাহী ও সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করায় মরহমের পরিবারে পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।