• ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজার মহিলা কলেজে নিসচার সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন

admin
প্রকাশিত অক্টোবর ১২, ২০১৮
শহর প্রতিনিধিঃ মৌলভীবাজারে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে সদস্য সংগ্রহ অভিযান   বৃহস্পতিবার (১১ অক্টোবর) মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যাপক অশোক সেন। এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) মৌলভীবাজার এর সভাপতি খিজির মুহাম্মদ জুলফিকার ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ। নিসচার সদস্য হতে ইচ্ছুকগণকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও ভোটার আইডি কার্ড অথবা শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি দিয়ে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হতে পারবেন। সদস্য সংগ্রহ অভিযান ১৩ অক্টোবর (শনিবার) মখলিসুর রহমান কলেজে এবং ১৪ অক্টোবর শাহমোস্তফা কলেজে অনুষ্ঠিত হবে। এর আগে ১০ অক্টোবর মৌলভীবাজার সরকারি কলেজে সদস্য সংগ্রহ করা হয়।