• ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে পিএসপির আয়োজনে দিশালোক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

admin
প্রকাশিত মার্চ ২৩, ২০১৯
মৌলভীবাজারে পিএসপির আয়োজনে দিশালোক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

 নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার দিশালোক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদ (পিএসপি)’র আয়োজনে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক এমদাদ রহমান তরফদার এর সভাপতিত্বে ও মোঃ নানু মিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি ও একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর সভাপতি ও নাট্যকার খালেদ চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার দেবরায়, সাপ্তাহিক দেশপক্ষের বার্তা সম্পাদক ও মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম এর দপ্তর সম্পাদক বেলাল তালুকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মারুফ আহমদ তরফদার, প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাজুল চৌধুরী, পি এস পি মৌলভীবাজারের আহ্বায়ক শাহজাহান চৌধুরী,ছাত্র নেতা সিতার আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম এর প্রচার সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিন এর জেলা প্রতিনিধি আবুল হায়দার তরিক,আব্দুল আলিম, শামীম আহমদ, আব্দুস সালাম, আব্দুল কাইয়ুম, সোহেল আহমদ, তাজুল ইসলাম সোহেল তরফদার খলিল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে প্রবাসী সমাজ কল্যাণ কল্যাণ পরিষদ এর প্রতিষ্টাতা চেয়ারম্যান এমদাদ রহমান তরফদার কে স্কুল পরিচালনা কমিটি ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মামনা স্বারক প্রদান করা হয়। আলোচনা শেষে অতিথিরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন।