• ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শাহ মোস্তফা একাডেমি কর্তৃক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২০
শাহ মোস্তফা একাডেমি কর্তৃক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

এমরান খাঁন: মৌলভীবাজার শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ মোস্তফা একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৮ই ফেব্রুয়ারি সকাল ১১ঘটিকায় বিদ্যালয়ের হল রুমে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ইয়ামির আলীর সভাপতিত্বে এবং স্কুলের সহকারি শিক্ষক ইনামুল হক ইমন ও শিমুল মিয়ার যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মাহবুবুর রহমান উসমানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক ও ইউএনবি’র জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সভাপতি ও দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি বেলাল তালুকদার, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আলাউদ্দিন শাহ, আটঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিন মিয়া।

অনুষ্ঠান শেষে অতিথিরা স্কুলের বিভিন্ন গ্রুপের খেলাধুলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।