• ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে করোনা দূর্যোগগ্রস্তদের মধ্যে অগ্রনী ব্যাংক লিমিটেডের নগদ অর্থ বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২০
মৌলভীবাজারে করোনা দূর্যোগগ্রস্তদের মধ্যে অগ্রনী ব্যাংক লিমিটেডের নগদ অর্থ বিতরণ
জিতু তালুকদার: মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডস্থিত সৈয়ারপুর এলাকায় করোনা দূর্যোগগ্রস্তদের মধ্যে অগ্রনী ব্যাংক লিমিটেডের নগদ অর্থ বিতরণ করা হয়েছে ২৭ এপ্রিল সোমবার দুপুর ২টায়। ব্যাংকের এমডি ও সিইও মৌলভীবাজারের কৃতি সন্তান মোহাম্মদ শামস-উল ইসলামের উদ্যোগে এ অর্থ বিতরণ করা হয়।
১নং ওয়ার্ড কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অর্থ বিতরণ অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার অঞ্চল প্রধান ও সহকারী মহা-ব্যবস্থাপক মোঃ আব্দুল লতিফ, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক সানাউল ইসলাম সুয়েজ, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার সময় পত্রিকার জেলা প্রতিনিধি জিতু তালুকদার, দেলোয়ার হোসেন তরফদার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রত্যেককে ৫শ টাকা করে ২শ জনের মধ্যে ১ লাখ টাকা বিতরণ করা হয়।