• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বড়লেখায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানায় ২০টি মামলায় জরিমানা

admin
প্রকাশিত মে ২১, ২০২০
বড়লেখায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানায় ২০টি মামলায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের বড়লেখায় ঈদের কেনাকাটায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।রাস্তায় বেড়েছে যানচলাচল, সামাজিক দূরত্ব বজায় না রেখে অকারণে ঘোরাঘুরি, সহ বিভিন্ন অপরাধের দায়ে ২০টি মামলায় ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ মে) বড়লেখা পৌর শহরের হাজিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. শামীম আল ইমরান। বড়লেখা থানার ওসি মো. ইয়ছিনুল হক ও পুলিশ সদস্যরাও অভিযানে অংশ নেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অমান্য, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধের দায়ে ২০টি মামলায় ৩১,৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. শামীম আল ইমরান জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে ।