• ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

অনলাইনে শাহ মোস্তফা একাডেমীর মডেল টেস্ট পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ

admin
প্রকাশিত মার্চ ১৬, ২০২১
অনলাইনে শাহ মোস্তফা একাডেমীর মডেল টেস্ট  পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজার শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ মোস্তফা একাডেমীতে ২০২১ শিক্ষাবর্ষে অনলাইনে  মাসিক মডেল টেস্ট পরীক্ষা  অনুষ্ঠিত  হয় গত ৬ই  মার্চ।

পরীক্ষা  পূর্ব নির্ধারিত   রুটিনের আলোকে  শ্রেনী শিক্ষকগন What’s app এ  ক্লাস ভিত্তিক গ্রুপে পরীক্ষার প্রশ্ন প্রেরন করেন। সম্মানিত অভিভাবকগণের  তত্বাবধানে পরীক্ষার সময় শেষে শ্রেণি শিক্ষকের what’s app inbox এ সকল ছাত্র-ছাত্রী উত্তর পত্রের ছবি তুলে পাঠায়।যাদের মোবাইল সমস্যা তারা নির্ধারিত সময়ের ১৫ মিনিট পূর্বে সরাসরি অফিস থেকে প্রশ্ন সংগ্রহ করে এবং সময় শেষে আধঘণ্টার মধ্যে পেপার জমা দিয়ে দেয়।

১১ মার্চ   মডেল টেস্ট পরীক্ষার  রেজাল্ট ঘোষণা করেন একাডেমির প্রিন্সিপাল মো:ইয়ামীর আলী।প্রতিটি ক্লাসে হোয়াটসঅ্যাপ গ্রুপে রেজাল্ট প্রেরণ করা হয়।

পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের  অংশগ্রহণ ও অভিভাবকদের  সহযোগিতা ছিল স্বতঃস্ফূর্ত।

শিক্ষা প্রতিষ্ঠানের সরাসরি পাঠদান ও পরীক্ষার গ্রহণের  বিকল্প অনলাইন ক্লাসের আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ আনন্দিত।

একাডেমির  ম্যানেজিং কমিটির সভাপতি ডা: সৈয়দ আফসার  মাহমুদ প্রতিষ্ঠানের প্রতিটি ক্লাসের সামগ্রিক ফলাফল ভালো হওয়ায় ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানান।

উল্লেখ্য যে, গত ২১ জানুয়ারি ২০২১ হতে নতুন শিক্ষাবর্ষের সিলেবাসের আলোকে নির্দিষ্ট রুটিন অনুযায়ী অনলাইনের মাধ্যমে প্রতিদিন ২ ঘন্টা  ক্লাস চলছে।