• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বড়লেখায় ভোক্তা অধিকার অধিদপ্তরের উদ্যোগে মাস্ক বিতরণ

admin
প্রকাশিত মার্চ ২৩, ২০২১
বড়লেখায় ভোক্তা অধিকার অধিদপ্তরের উদ্যোগে মাস্ক বিতরণ

আফসার আহমেদ রাফি, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়। ২৩ মার্চ মঙ্গলবার বড়লেখা উপজেলার জেলা পরিষদ মার্কেট, মাধবকুন্ড, কাঠালতলী রোড ও মাধবকুন্ডের আশেপাশে বাজার তদারকি কার্যক্রমের পাশাপাশি করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল, পথচারী ও পর্যটকদের মাঝে মাস্ক বিতরণ করা হয় । বর্তমান সময়ে হঠাৎ করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং সবাইকে সমাজিক দুরত্ব বাজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়।