• ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারের চাঁদনীঘাটে সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি ব্র্যাক এর আয়োজনে উজ্জীবক ফোরাম গঠন ও ত্রৌমাসিক সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত মার্চ ২৪, ২০২১
মৌলভীবাজারের চাঁদনীঘাটে সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি ব্র্যাক এর আয়োজনে উজ্জীবক ফোরাম গঠন ও ত্রৌমাসিক সভা অনুষ্ঠিত

আফসার আহমেদ রাফি: নারীর ক্ষমতায়নে স্থানীয় সরকার শক্তিশালী করণের লক্ষ্যে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্দ্যেগে চাঁদনীঘাট ইউনিয়নে উজ্জীবক ফোরাম গঠন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ শে মার্চ মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে চাঁদনীঘাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শওকত এর সভাপতিত্বে ও জুনিয়র সেক্টর স্পেশালিষ্ট অল্লিকা দাশ এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি, ব্র্যাক এর সিনিয়র জেলা ব্যবস্থাপক মোঃ নুরুজ্জামান, আলোচনায় অংশ নেন সাংবাদিক বেলাল তালুকদার, ইউপি সদস্য আহমদ আলী, ফিল্ড অর্গানাইজার বিউটি রায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সন্ধ্যা রানী পাল, দিলারা বেগম, রিংকু বৈদ্য,আশিক মিয়া, জাবেদা বেগম প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ইউপি সদস্য আহমদ আলী কে আহবায়ক, সন্ধ্যা রানী পাল ও রিংকু বৈদ্য কে যুগ্ম আহবায়ক করে ১৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।