• ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজার ব্লাড ডোনেশন সোসাইটির কার্যালয় উদ্বোধন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২১
মৌলভীবাজার ব্লাড ডোনেশন সোসাইটির কার্যালয় উদ্বোধন
শহর প্রতিনিধি ঃ “করবো মোরা রক্তদান হাসাবো রুগি বাঁচাবো প্রাণ “এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মৌলভীবাজার ব্লাড ডোনেশন সোসাইটির কার্যালয় উদ্বোধন হয়েছে। ৯ ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে শহরের শ্রীমঙ্গল রোডস্থ ওয়ালটন শোরুমের ২য় তলায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে ও বর্তমান সভাপতি শেখ শায়লা আক্তার লিশার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ বুরহান উদ্দিন (রহঃ) ইসলামিক সোসাইটির চেয়ারম্যান এম,মহিবুর রহমান মুহিব। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসুদেব সূত্রধর, পারভেজ আহমদ, টিনা দেব প্রিয়া, ইমন মিয়া, খালেদ আহমেদ, শাকের আহমেদ প্রমুখ। উল্লেখ্য যে মৌলভীবাজার ব্লাড ডোনেশন সোসাইটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে এক ঝাঁক স্বেচ্ছাসেবী তরুণ-তরুণী নিয়ে ২০২০সালের ৪ ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে। ইতিমধ্যে তারা বিভিন্ন এলাকায় ব্লাড ক্যাম্পইন,ব্লাড ডোনেশন সহ সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি অফিস কক্ষ প্রয়োজন থাকায় এই কার্যালয় উদ্বোধন করা হয়। শেখ শায়লা আক্তার লিশা সভাপতি ও পারভেজ আহমেদ কে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন বাসুদেব সূত্রধর, টিনা দেব প্রিয়া, ইমন মিয়া,খালেদ আহমেদ,সাকের আহমেদ, নাসিম আহমেদ, আবির আহমেদ প্রমুখ।