• ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

‘আসক’এর মৌলভীবাজার কমিটি গঠিত : সভাপতি হালিম ও সম্পাদক জুবের

admin
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০১৮
‘আসক’এর মৌলভীবাজার কমিটি গঠিত : সভাপতি হালিম ও সম্পাদক জুবের

নিজস্ব প্রতিনিধি ঃ  আইন সহায়ক সংস্থা ‘আসক’ এর মৌলভীবাজার কমিট‌ি গঠিত হয় ।

কেন্দ্রিয়,নির্বাহী পরিচালক মোঃ সামসুল হক আগামী ১-বছরের জন্য আলিম উদ্দিন (হালিম)  কে সভাপতি ও সৈয়দ জুবের আলী কে সাধারণ সম্পাদক করে মৌলভীবাজার জেলা কমিটি অনুমোদন দিয়েছেন,স্বারক নং ৬৬২/১৮…।জাতিসংঘ (U.N) তালিকাভুক্ত বাংলাদেশ সরকার অনুমোদিত (রেজি: নং-৩৫৭৬/এস-৯৪১৭,সংস্হার নিবন্ধন সমাজ সেবা অধিদপ্তর ও সোসাইটি নিবন্ধন অধিদপ্তর এ্যাক্ট (জকোএন্ডএফ)। আন্তর্জাতিক মানবাধিকার সংস্হার আইন সহায়ক কেন্দ্র ‘আসক’ ফাউন্ডেশন ১১ সদস্য বিশিষ্ট্য  এ কমিটি অনুমোদন পায় গত ২৯ নভেম্বর বৃহস্পতিবার । এত‌ে সভাপতি আলিম উদ্দিন (হালিম),সহ সভাপতি আব্দুল জলিল শাহিন ,সাধারণ সম্পাদক সৈয়দ জুবের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমদ,অর্থ সম্পাদক মনোয়ার হোসেন তরফদার,সাংগঠনিক সম্পাদক মোঃ ছামছু মিয়া,দপ্তর সম্পাদক সন্জয় দেব নাথ,আইন সম্পাদক মোঃ শেকুল ইসলাম,প্রচার সম্পাদক সহিদুল ইসলাম রিপন,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক নুসরাত জাহান,কার্য নির্বাহী সদস্য জুয়েল আহমদ।