• ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

 সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মৌলভীবাজারে নিহত-১

admin
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০১৮
 সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মৌলভীবাজারে নিহত-১

নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর এলাকার মাজ গ্যাস পাম্পের পাশে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে মগনু মিয়া (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে জগন্নাথপুর এলাকার মৃত মোঃ টনু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (০৮ ডিসেম্বর) রাতে মোঃ ফিরোজ মিয়ার ছেলে রিপন মিয়ার সাথে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে নিহত মগনুর কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে রিপন পিছন দিক থেকে নিহত মগনুর মাথায় লাঠি দিয়ে আঘাত করে। আঘাতের ফলে ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে। আটককৃতরা হলো একই এলাকার আবু তাহের এর ছেলে সুমন মিয়া (৩৫) ও শিপুল মিয়া (২৬)।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সোহেল আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।