• ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সম্মিলিত সামাজিক আন্দোলন এর অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প অনুষ্টিত

admin
প্রকাশিত জুন ২২, ২০১৮

নিজস্ব সংবাদদাতা: মৌলভীবাজার শহর ও শহরতলীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবার লক্ষ্যে সম্মিলিত সামাজিক আন্দোলন মৌলভীবাজার জেলার উদ্যোগে হিলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিভিল সার্জন মৌলভীবাজার এর সার্বিক সহযোগীতায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিনেন্দু ভৌমিকের ও ডাঃ সায়মা মোজাহিদ লিজার নেতৃত্বে মেডিক্যাল টিম অস্থায়ী মেডিক্যাল ক্যাম্পে প্রায় ৩ শতাধিক রুগীকে চিকিৎসা প্রদান করেন।

সম্মিলিত সামাজিক আন্দোলন মৌলভীবাজার জেলাশাখার সভাপতি সিনিয়র সাংবাদিক বকসী ইকবাল আহমেদের পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তারা মিয়া, দৈনিক বাংলার দিন এর স্টাফ রিপোর্টার মাহমুদুর রহমান, অনলাইন প্রেসক্লাব সভাপতি মসাহিদ আহমেদ, দিপ্ত নিউজ এর সম্পাদক দুরুদ আহমদ, ওপেন আই ডটকম এর সম্পাদক ও সাপ্তাহিক দেশপক্ষের বার্তা সম্পাদক বেলাল তালুকদার,দৈনিক যুগান্তর এর জেলা প্রতিনিধি হুছাইন আহমদ, আব্দুল বাছিত খান প্রমুখ।