• ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

বড়লেখায় ভোক্তা অধিকারের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২০
বড়লেখায় ভোক্তা অধিকারের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২৭শে জানুয়ারি সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। শাহবাজপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্স এর সহায়তায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও খাদ্য দ্রব্য বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা, বিস্কোরক আইনের শর্ত লংঘন করে ঝুঁকিপূর্ণভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার রেখে বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে শাহবাজপুর পূর্ব বাজারে অবস্থিত শাহজালাল ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ৫শত টাকা, মা ভিশন ইলেক্ট্রনিক্সকে ৫শত টাকা, শাহবাজপুর বাজারে অবস্থিত ভাই ভাই ভেরাইটিজ ষ্টোরকে ২হাজার টাকাসহ মোট ৩টি প্রতিষ্টানকে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।