• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে বেঙ্গল ফুডসহ ৩ টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার কর্তৃক জরিমানা

admin
প্রকাশিত মার্চ ২৫, ২০২৪
মৌলভীবাজারে বেঙ্গল ফুডসহ ৩ টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার কর্তৃক জরিমানা

নিজস্ব প্রতিনিধি:: নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে ও মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ ফোর্স এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মৌলভীবাজারের সহযোগিতায় ২৫ মার্চ (সোমবার) মৌলভীবাজার সদর উপজেলার চৌমুহনা, কোর্ট রোড, শমসেরনগর রোড, শ্রীমঙ্গল রোডসহ বিভিন্ন জায়গায় খাদ্য উৎপাদনকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানে সচেতনতামূলক ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত তদারকি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করা, একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাদ্য পণ্য সংরক্ষণ করা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে চৌমুহনাতে অবস্থিত রাজমহল সুইটমিটকে ১৫ হাজার টাকা, কোর্ট রোডে অবস্থিত রিমা সুইটমিটকে ৫ হাজার টাকা, শ্রীমঙ্গল রোডে অবস্থিত বেঙ্গল ফুডকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অদ্যকার অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম জানান নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে জনগণের মধ্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম সবসময় চলমান থাকবে।