• ২৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের মৌলভীবাজার জেলা কমিটি গঠন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২০
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের মৌলভীবাজার জেলা কমিটি গঠন

মৌলভীবাজার প্রতিনিধিঃ ৭ই ফেব্রুয়ারী বিকাল ৪টায় মৌলভীবাজার শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক মানব কন্ঠের জেলা প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলার আহবায়ক বেলাল তালুকদারের সভাপতিত্বে ও দৈনিক স্বাধীন বাংলার জেলা প্রতিনিধি এম এ কাইয়ুম সুলতানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক শ. ই সরকার জগলু, অনলাইন প্রেসক্লাবের সভাপতি জিতু তালুকদার, মফস্বল সাংবাদিক ফোরামের মৌলভীবাজার জেলা সমন্বয় সৈয়দ মিজান শিপু।

এছাড়া উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শিহাবুর রহমান, দীপ্ত নিউজ ডট কমের সম্পাদক দুরুদ আহমদ, পাক্ষিক কমলকুঁড়ির সম্পাদক পিন্টু দেবনাথ, দৈনিক খবরের জেলা প্রতিনিধি মামুনুর রহমান মসু, আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাকিম রাজ, দৈনিক দিনকালের প্রতিনিধি হুমায়ুন রহমান বাপ্পি, দৈনিক খোলাচিঠির প্রতিনিধি রুম্মান আহমদ, জিবি নিউজের স্টাফ রিপোর্টার মীর রোমানা আক্তার, দৈনিক তরুণকন্ঠের প্রতিনিধি এমরান খান আমিরুল ইসলাম শায়েদ, শেকুল ইসলাম তালুকদার, ফাতেমা পপি, মামুন আহমেদ, শাওন আহমেদ, জসিম উদ্দিন, ফজলুর রহ্মান প্রমুখ।

আলোচনা শেষে দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি বেলাল তালুকদার কে সভাপতি ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি আব্দুল হাকিম রাজ কে সাধারণ সম্পাদক করে২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।