• ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

বড়লেখায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিরাপদ সড়কের প্রচারণা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২০
বড়লেখায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিরাপদ সড়কের প্রচারণা

নিজস্ব প্রতিবেদকঃ নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শাহবাজপুরে নিরাপদ সড়কের প্রচারণা চালানো হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) শাহবাজপুর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ আয়োজিত দিনব্যাপী বইমেলায় নিরাপদ সড়ক চাই (নিসচা) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে এই প্রচারণার চালানো হয়। এতে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে সড়কে নিরাপত্তা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।

এসময় জুড়ী টিএন খানম সরকারি কলেজের অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস,শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক আতিকুল ইসলাম মুক্তা, প্রথমা সংগীত একাডেমির পরিচালক তপন চৌধুরী, শিক্ষক তোফাজ্জল হোসেন শান্ত, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুর রহমান,শরফ উদ্দিন, নিসচা বড়লেখা উপজেলা আহ্বায়ক তাহমীদ ইশাদ রিপন, যুগ্ম আহ্বায়ক মার্জানুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য খালেদ আমজাদ, মাছুম আহমদ, রমা কান্ত দাস, আলী হোসেন, তৌফিকুল ইসলাম আবির,পাথারিয়া মুক্ত স্কাউট দলের সম্পাদক জাফর আহমদ, লেখক কাওসার হামিদ সুন্নাহ, বিবেকানন্দ দাস, আবুল কাশেম প্রমুখ।