• ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত

admin
প্রকাশিত মার্চ ১৭, ২০২০
মৌলভীবাজারে ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত

 মোঃ তাজুদুর রহমান: মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।

১৭ই মার্চ মঙ্গলবার সকালে বিদ্যালয় হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জজ আদালতের এপিপি এডভোকেট মোহাম্মদ সাইফুর রহমান ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু মিয়া চৌধুরী সভাপতিত্বে ও শিক্ষক মোঃ আবুল হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী, স্কুল কমিটির সদস্য আমিরুল ইসলাম সাহেদ, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান ,১নং খলিলপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরমান চৌধুরী,সিনিয়র শিক্ষক মোঃ জসিম উদ্দিন,শুকদেব গোস্বামী,ফেরদৌসি আক্তার,হেলাল উদ্দিন,মাওলানা জাহির মিয়া,শুভ্রত চন্দ্র বিশ্বাস,সুলতানা বেগম,প্রদিপ সরকার,শেফালী বেগম,সূর্যমনি বিশ্বাস প্রমুখ।