• ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তালামীযে ইসলামীয়া

admin
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২০
মৌলভীবাজারে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তালামীযে ইসলামীয়া

মোঃ তাজুদুর রহমান: মৌলভীবাজার সদর উপজেলা তালামীযে ইসলামীয়ার উদ্যোগে প্রথম ধাপে অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলা শাখার সভাপতি মোঃ মুজিবুর রহমানের নেতৃত্বে অন্যান্য সদস্যদের সাথে নিয়ে মোটরসাইকেল যোগে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়। করোনা ভাইরাসে সৃষ্ট বিপর্যয়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখার উদ্যোগে ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে প্রথম ধাপে উপজেলার বিভিন্ন গ্রামে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও নিম্ন আয়ের অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

সদর উপজেলা সভাপতি মোঃ মুজিবুর রহমান জানান,একদিকে চলমান বিপর্যয় অপরদিকে পবিত্র রমজান মাস উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলা তালামীযে ইসলামীয়ার এই কর্মসূচী অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।