রুমান মজুমদারঃ ক্রিকেট প্লেয়ারস এসোসিয়েশন(সিপিএম) ইউকে এর উদ্দ্যোগে ক্রীড়া সংঘঠক, ক্রিকেটার ও এর সাথে জড়িত আম্পায়ার, স্কোরার, গ্রাউন্ডসম্যানদের মাঝে উপহার টোকেন প্রদান করা হয়েছে।
১ম ধাপে ১৫০০ টাকার ১৩৯ টি টোকেন প্রদান করা হয় আর ২য় ধাপে ১০০০ টাকার ৫৬ টি টোকেন প্রদান করা হয়।
ক্রিকেটাররা নান্নু ব্রাদার্স থেকে এই টোকেনের মাধ্যমে নিজের চাহিদামত বাজার করে নিয়ে যান।
অস্বচ্ছল ক্রিকেটার, ক্রীড়া সংঘঠক, আম্পায়ার, স্কোরার, গ্রাউন্ডসম্যানের তালিকা তৈরী ও বিতরনে সার্বিক সহযোগীতা করেন জেলা ক্রিকেট কোচ রাসেল আহমদ ও সিপিএম এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম রাজু।