• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে ফ্রী টেলি-মেডিসিন ও ঔষধ বিতরণ

admin
প্রকাশিত মে ২৭, ২০২০
মৌলভীবাজারে  ফ্রী টেলি-মেডিসিন ও ঔষধ বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার সদর উপজেলার  খলিলপুর ইউনিয়নের গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ও ইমাম আবু হানিফা ফাউন্ডেশনের সহযোগিতায় ফ্রি টেলি-মেডিসিন ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়।

২৭ মে বুধবার সকাল ১১ ঘটিকা থেকে বিকেল ৫টা পর্যন্ত গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে ছয়জন এমবি বি এস বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ভিডিও কলের মাধ্যমে ও ডাঃ রাকিবুল হাসান রাজিব উপস্থিত থেকে প্রায় ৩শ  রোগীদের ফ্রী চিকিৎসা  সেবা দেয়া হয়।

ফ্রী টেলি-মেডিসিন ও ঔষধ বিতরণ কালে উপস্থিত ছিলেন, ১নং খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু, নবীগঞ্জ উপজেলার ৫ নং আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আবু মিয়া চৌধুরী, গোরারাই প্রাইমারী স্কুলের সভাপতি মোঃ খালিসুর রহমান, গোরারাই  ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ,  সহ-সভাপতি আরমান চৌধুরী , যুগ্ম সম্পাদক জামাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ লিমন, ক্রীড়া সম্পাদক ফয়েজউদ্দিন সামছু, তোফায়েল আহমদ তারেক, সৈয়দ মাসুদ আলী, ইমাম আবু হানিফা ফাউন্ডেশনের সভাপতি কাজী সিদ্দিকুর রহমান তায়েফ, সহ-সভাপতি মাওলানা আশরাফ ইসলাম সাধারণ সম্পাদক রোমান আহমেদ, জহিরুল ইসলাম জয় সাম্মু চৌধুরী প্রমুখ।