• ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বড়লেখায় প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে সবজি বীজ বিতরণ

admin
প্রকাশিত জুন ২, ২০২০
বড়লেখায় প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে সবজি বীজ বিতরণ

মস্তফা উদ্দিন: মৌলভীবাজারের বড়লেখায় করোনা ভাইরাস জনিত  পরিস্থিতিতে পারিবারিক পুষ্টির চাহিদা নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলার দাসেরবাজার  ইউনিয়নে গ্রীষ্মকালীন সবজি বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (১জুন) দুপুর ২ ঘটিকায় দাসের বাজার ইউপি’র দক্ষিণ বাগীর পার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট ও বড়লেখা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে প্রান্তিক ২৫ জন ‘কৃষক-কৃষাণীদের মাঝে এসবজি বীজ বিতরণ করা হয়।

কৃষক কৃষাণীর মাঝে ডাটা, পুইশাক, কলমীশাক, ঢেঁড়স, চালকুমড়া, মিষ্টিকুমড়া, শসাসহ আরও কয়েক প্রজাতির সবজি বীজ দেয়াহয়।

বিতরণকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন মো. মাহাদী হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুবিনয় চন্দ্র দাস, দাসের বাজার ইউপির ০৭নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান কৌশিক বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।