• ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে রবীন্দ্রনাথের গল্প অবল্বনে শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০১৮

নিজস্ব প্রতিনিধি: কবি রবীন্দ্রনাথের চারটি গল্প অবল্বনে চারটি শিশুতোষ চলচ্চিত্র গত ২৭শে জুলাই শ্রীমঙ্গলের মহসীন অডিটরিয়ামে চারটি প্রদর্শনী হয়।
ম্যানগোর আয়োজনে প্রদর্শনীপূর্বে আয়োজকদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন শুশীল লীলা শুভ্র।
সীমান্ত পালের সঞ্চালনায় এতে বক্তব্যে রাখেন- সহযোগী অধ্যাপক ধীরেন্দ্র শেখর রায় চৌধুরী,ডা,বিনেন্দু ভৌমিক,
সাংবাদিক কাওছার ইকবাল, সহকারি অধ্যাপক অবিনাশ আচার্য্য প্রমূখ।
প্রদর্শনীতে বিশ্বম্ভর বাবুর দায়,রাজপুত্তুর, ডাকঘর ও মাধো প্রায় এক হাজার বাচ্চারা উপভোগ করেন।