• ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

আই এফ এম এর এডমিন সদস্য হুমায়ুন রেজা কানাডা গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০১৯
আই এফ এম এর এডমিন সদস্য হুমায়ুন রেজা কানাডা গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিনিধিঃ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর উদ্দ্যোগে কানাডা প্রবাসী হুমায়ুন রেজা বাংলাদেশ সফর শেষে কানাডা গমন উপলক্ষে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২ রা নভেম্বর রোজ শনিবার সন্ধ্যা ৭ ঘটিকায় মৌলভীবাজার শহরের এক অভিজাত রেস্তোরাঁয় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আই এফ এম বাংলাদেশ শাখার যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোসাহিদ আলীর সভাপতিত্বে ও আই এফ এম হেল্প ডেক্স এর প্রধান সমন্বয়কারি বেলাল তালুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কানাডা প্রতিনিধি ও এডমিন, বিশিষ্ট সমাজসেবক হুমায়ুন রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক এর জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,আই এফ এম এর যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট সমাজ সেবক আবদুল মতিন ,আই এফ এম এর বাংলাদেশ কমিটির সদস্য এম এ সামাদ, দৈনিক ঘোষণার জেলা প্রতিনিধি এম এ কাইয়ুম সুলতান, বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমেদ বেলাল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তরুণ সমাজ কর্মী ও সাংবাদিক চৌধুরী মোহাম্মদ মেরাজ। আলোচনা শেষে হুমায়ুন রেজা কে আই এফ এম এর পক্ষ থেকে বাংলাদেশে অবস্থানকালিন সময়ে সংগঠনের বিভিন্ন কার্জক্রমে অংশ গ্রহণ করায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো