• ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

লবণ কান্ডে ২টি প্রতিষ্টানকে জরিমানা

admin
প্রকাশিত নভেম্বর ১৯, ২০১৯
লবণ কান্ডে ২টি প্রতিষ্টানকে জরিমানা

??????

নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজারের সদর উপজেলার কামালপুর বাজার, কাজির বাজার, বিশ্বরোড, শেরপুর, মৌলভীবাজার রোড, আফরোজগঞ্জ বাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ১৯ নভেম্বর দুপুরআড়াইটা থেকে বিকাল সাড়ে পাঁচ  টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শেরপুর ফাঁড়ির পুলিশ ফোর্স । অভিযানকালে উস্তার মিয়া নামক একজন অভিযোগকারীর অভিযোগ তাৎক্ষনিক আমলে নিয়ে শেরপুর বাজারে অবস্থিত মূল্য তালিকায় উল্লিখিত মূল্যের চেয়ে পিঁয়াজের দাম অতিরিক্ত নেওয়ায় বিশ্বজিৎ ভেরাইটিজ ষ্টোরকে ৪ হাজার টাকা এবং অভিযোগকারীকে জরিমানার ২৫% সমপরিমাণ ১,০০০ টাকা প্রদান করা হয়। এছাড়াও অভিযানকালে শেরপুরে অবস্থিত অতিরিক্ত দামে লবণ বিক্রয় করা অপরাধে তাহমিনা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।